আগে যখন বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে জানালেই
আগে যখন বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে জানালেই , ফোনের ওপার থেকে বাবা বলে উঠতো , " ট্রেন এ ফিরবে বাবা , বাসে একদমই আসার দরকার নেই , ট্রেন জার্নি অনেক সেফ " । হঠাৎ করেই এই কথাটা খুব মনে পড়ে গেলো , আচ্ছা সেদিনও ঠিক হয়তো এভাবেই অনেক বাবা তার ছেলেকে উপদেশ দিয়েছিলো যে বাসে আসার দরকার নেই , তুমি করোমণ্ডল এক্সপ্রেস এই এসো , ওটা অনেক সেফ । হ্যাঁ সেফই বটে, যেখানে ক্ষণিকের ভুল এতো এতো মানুষের প্রাণের দাম দেয় , সে যাত্রা সেফ না হয়ে পারে । আমরা এতদিন জানতাম ভারতীয় রেলের হয়তো সময় জ্ঞান একটু কম, কিন্তু খুব বিশ্বস্ত । আসলে এই বিশ্বাসের যে এতো বড়ো দাম দিতে হবে , আমরা ঠিক কেউই বুঝে উঠতে পারি নি । ভারতীয় রেল নাকি প্রযুক্তির দিক দিয়ে রাশিয়া , চিন , জাপান কে টেক্কা দিচ্ছে । মাস কয়েক আগে বন্দে ভারতের বনেদিয়ানা আমাদেরকে , আমাকে এতটাই মোহ গ্রস্ত করে তুলেছিল যে শুধুই ছুতো খুঁজছিলাম বেড়াতে যাওয়ার , মানে বাড়িতে কিংবা অন্যান্য সবার কাছে সেটা নিছক বেড়ানো হলেও আমার কাছে ছিলো ওই বন্দে ভারতের বনেদিয়ানা তে মেতে ওঠা । ফেসবুক , ইউটিউব জুড়ে তখন শুধুই এ...