Posts

Showing posts with the label আগে যখন বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে

আগে যখন বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে জানালেই

Image
 আগে যখন বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে জানালেই , ফোনের ওপার থেকে বাবা বলে উঠতো , " ট্রেন এ ফিরবে বাবা , বাসে একদমই আসার দরকার নেই , ট্রেন জার্নি অনেক সেফ " । হঠাৎ করেই এই কথাটা খুব মনে পড়ে গেলো , আচ্ছা সেদিনও ঠিক হয়তো এভাবেই অনেক বাবা তার ছেলেকে উপদেশ দিয়েছিলো যে বাসে আসার দরকার নেই , তুমি করোমণ্ডল এক্সপ্রেস এই এসো , ওটা অনেক সেফ । হ্যাঁ সেফই বটে, যেখানে ক্ষণিকের ভুল এতো এতো মানুষের প্রাণের দাম দেয় , সে যাত্রা সেফ না হয়ে পারে । আমরা এতদিন জানতাম ভারতীয় রেলের হয়তো সময় জ্ঞান একটু কম, কিন্তু খুব বিশ্বস্ত । আসলে এই বিশ্বাসের যে এতো বড়ো দাম দিতে হবে , আমরা ঠিক কেউই বুঝে উঠতে পারি নি । ভারতীয় রেল নাকি প্রযুক্তির দিক দিয়ে রাশিয়া , চিন , জাপান কে টেক্কা দিচ্ছে । মাস কয়েক আগে বন্দে ভারতের বনেদিয়ানা আমাদেরকে , আমাকে এতটাই মোহ গ্রস্ত করে তুলেছিল যে শুধুই ছুতো খুঁজছিলাম বেড়াতে যাওয়ার , মানে বাড়িতে কিংবা অন্যান্য সবার কাছে সেটা নিছক বেড়ানো হলেও আমার কাছে ছিলো ওই বন্দে ভারতের বনেদিয়ানা তে মেতে ওঠা । ফেসবুক , ইউটিউব জুড়ে তখন শুধুই এ...