স্বামী পর্বঃ ০৩...
স্বামী পর্বঃ ০৩... নিলয়কে বিদায় দিয়ে নিজের রুমে ঢুকে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে সোহান। আমি পিছনে ফিরে সোহানকে দেখে বললাম, - আপনার মোবাইলে টাকা আছে..? - হুম আছে কিন্তু কেন.? - বাবার কাছে কল দিব। খুব ইচ্ছা করছে কথা বলতে। - ঠিকাছে দাঁড়াও আমি কল দিয়ে তোমাকে দিচ্ছি। সোহান কল দিয়ে আমাকে মোবাইলটা দিয়ে বলল, - তুমি কথা বল আমি মায়ের কাছে যাচ্ছি। - আচ্ছা। কলটা রিসিভ হতে বাবার কথা শুনে হ্যালো বাবা বলতেই বাবা কেঁদে দিয়ে বলল, - জান্নাত মা কেমন আছিস তুই..? শরীর ভালো তো..? জামাই কোথায়..? আমি কথা বলতে পারছিলাম না কেমন জানি কষ্টে গলাটা আটকে যাচ্ছে। কাঁদো কাঁদো হয়ে বললাম তোমাদের অনেক মনে পরে বাবা। আমি ভালো আছি। তোমরা কেমন আছো..? - মা রে নতুন জায়গা, নতুন পরিবেশ সবার মন জয় করে চলবি। স্বামী যা বলবে তাই অক্ষরে অক্ষরে পালন করবি। তুই যাওয়ার পরে তোর মা অসুস্থ হয়ে পরেছে। সারাদিনে কিছু মুখে দেয়নি। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। - বাবা মায়ের কাছে দাও কথা বলব। - সারারাত ঘুমাতে পারেনি একটু আগে ঘুমিয়ে পড়েছে। - ঠিকাছে বাবা, ডাক্তার কী বলে আমাকে জানিও। এটা তোমার জামাইয়ের নাম্বার। ...